Marcelo | ৩৬-এই অবসর! ফুটবলকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মার্সেলো
Friday, February 7 2025, 12:17 pm

৩৬ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের মার্সেলো।
৩৬ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের মার্সেলো। ২০০৭ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে মাদ্রিদে আসেন ব্রাজিলীয় ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন ২৫টি ট্রফি। এর মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছটি লা লিগা খেতাবও। ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ। ২০২১সালে তাঁকে মাদ্রিদের অধিনায়ক করা হয়। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে সেবারই প্রথম স্পেনের বাইরে কোনও ফুটবলারকে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়। মার্সেলোর অবসরের ঘোষণার পর তাঁকে শুভকামনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, রোনাল্ডোরও।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- রিয়্যাল মাদ্রিদ
- অবসর