RCB vs MI | ১০ বছর পর ওয়াংখেড়েতে জয় আরসিবির! ক্রুণালের দাপুটে বোলিংয়ের জেরে জয় হাতছাড়া হার্দিকদের!
Monday, April 7 2025, 6:25 pm

বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে দুর্দান্ত বোলিংয়ের রোমাঞ্চকর ম্যাচে ১২ রানেই মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করলো বিরাট কোহলির দল।
বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে দুর্দান্ত বোলিংয়ের রোমাঞ্চকর ম্যাচে ১২ রানেই মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করলো বিরাট কোহলির দল। ২৯ বলে ৫৬ করলেন তিলক ভার্মা। প্রথমে ব্যাট করে ২২২ রানের বিশাল টার্গেট দেয় আরসিবি। শেষ দু ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ওভারে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় মুম্বইয়ের। কিন্তু প্রথম বলেই উইকেট ক্রুনালের। শেষ লগ্নে ভাই ক্রুণালের দাপুটে বোলিংয়ের জেরেই জয় হাতছাড়া হল হার্দিকের দলের। আর ১০ বছর পর ওয়াংখেড়েতে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানটি ধরে রাখল আরসিবি।