খেলাধুলা

RCB-Stampede | পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে RCB, তৈরী হচ্ছে ‘RCB কেয়ার্স’ তহবিলও!

RCB-Stampede | পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে RCB, তৈরী হচ্ছে ‘RCB কেয়ার্স’ তহবিলও!
Key Highlights

RCB ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে দল। এই মর্মান্তিক ঘটনায় আহত ভক্তদের সহায়তার জন্য ‘RCB কেয়ার্স’ নামে একটি তহবিলও তৈরি করা হচ্ছে।

বুধবার বেঙ্গালুরুতে RCBর ট্রফি জয়ের প্যারেডে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১১ জন। আহতের সংখ্যা ৫০ এর বেশি। এই দুর্ঘটনার দায় কার তা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। এরই মধ্যে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগেই কর্নাটক সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। এ বার একই পথে হেটে RCB ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে দল। এই মর্মান্তিক ঘটনায় আহত ভক্তদের সহায়তার জন্য ‘RCB কেয়ার্স’ নামে একটি তহবিলও তৈরি করা হচ্ছে।