খেলাধুলা

RCB vs CSK মেয়াদের | RCB বনাম CSK ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি! অনিশ্চয়তায় বিপাকে বেঙ্গালুরু

RCB vs CSK মেয়াদের |  RCB বনাম CSK ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি! অনিশ্চয়তায় বিপাকে বেঙ্গালুরু
Key Highlights

RCB ম্যাচটা জিতলে তারা ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করবে। অন্যদিকে CSK আগেই ছিটকে গিয়েছে। এই ম্যাচটা জিতলে তারা সম্মানজনক জায়গায় শেষ করতে পারবে।

গত দুদিন ধরেই বৃষ্টিতে জেরবার বেঙ্গালুরু। আবহাওয়া দপ্তর বলছে, আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুতে। এদিকে আজ বেঙ্গালুরুতে RCB বনাম CSK হাইপ্রোফাইল ম্যাচ। বৃষ্টির জেরে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। বিঘ্ন ঘটেছে দুদলের অনুশীলনেও। আজ সন্ধ্যায় কমপক্ষে ৫ ওভার করে খেলতে না পারলে ম্যাচ বাতিল করে দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে প্লে অফে অনিশ্চিত হতে পারে বেঙ্গালুরু। ১৫ পয়েন্ট নিয়ে তাদের প্লে অফে প্রবেশের অপেক্ষা বাড়বে। তবে সম্মানজনক জায়গায় শেষ করবে চেন্নাই।