খেলাধুলা

RCB vs PBKS | IPL ট্রফি নিয়ে আজই বেঙ্গালুরু ফিরছে RCB! কখন হবে বিজয় মিছিল?

RCB vs PBKS | IPL ট্রফি নিয়ে আজই বেঙ্গালুরু ফিরছে RCB! কখন হবে বিজয় মিছিল?
Key Highlights

১৭ বছরের শাপমোচন করে আজ বুধবারই আইপিএল ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফিরছে গোটা RCB।

১৭ বছরের শাপমোচন করে আজ বুধবারই আইপিএল ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফিরছে গোটা RCB। এদিনই শহর জুড়ে বিশাল বিজয় মিছিল, প্যারেড বের করার কথা ঘোষণা করা হয়েছে RCBর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।  বিরাট কোহলির দল RCB জেতায় খুশি দেশের ক্রিকেটপ্রেমীরা। এদিন দুপুর সাড়ে ৩টে থেকে বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হবে এই ট্রফি জয়ের প্যারেড। শুরু হবে সেলিব্রেশন। বিজয় মিছিলে IPL ট্রফি নিয়ে উপস্থিত থাকবেন বিরাট কোহলি, রজত পতিদার, ফিল সল্টরা সহ কোচ, সাপোর্ট স্টাফ এবং বাকি সদস্যও।