Bengaluru Stampede | পদপিষ্টের জন্য দায়ী RCBই! 'পুলিশ জাদুকর বা ভগবান না', বক্তব্য ট্রাইব্যুনালের!
Tuesday, July 1 2025, 12:03 pm
Key Highlightsপদপিষ্টের ঘটনায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রিপোর্ট RCBর দিকেই আঙুল তুললো।
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বস্তি পেলো পুলিশ। বরং পদপিষ্টের ঘটনায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রিপোর্ট RCBর দিকেই আঙুল তুললো। ট্রাইব্যুনাল জানিয়েছে, 'সেদিন ৩ থেকে ৫ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। আর তার জন্য পুরোপুরি দায়ী RCB। কারণ RCB যথাযথ অনুমতি কিংবা সম্মতি না নিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, বিজয় উৎসবে কথা। ফলে কোনও প্রস্তুতি নেওয়ার আগেই জনতা ভিড় করতে শুরু করে।' ট্রাইব্যুনালের বক্তব্য, 'পুলিশ কি জাদুকর না ভগবান! নিরাপত্তার ব্যবস্থা করার মতো সময় হাতে ছিল না পুলিশের।'

