Virat Kohli Retirement | সাদা জার্সিতেই বিদায়, কোহলিকে 'বিরাট' সম্মান দিতে বিশেষ উদ্যোগ RCB ভক্তদের!

আরসিবি’র সমর্থকরা বার্তা দেওয়া হয়েছে, ‘পরের ম্যাচে কোহলিকে সম্মান জানাতে সাদা জার্সি পরে আসুন। এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিন।’
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। এবার তাঁকে 'বিরাট' সম্মান দিতে অভিনব উদ্যোগ RCB ভক্তদের। চিরাচরিত স্টেডিয়ামে লাল নীল জার্সি না পরার ডাক দিলেন বেঙ্গালুরু সমর্থকরা। মূলত কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সিতে মাঠ ভরানোর পরিকল্পনা রয়েছে সমর্থকদের। কারণ দীর্ঘ ১৪ বছর সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কোহলি। আরসিবি’র সমর্থকরা বার্তা দেওয়া হয়েছে, ‘পরের ম্যাচে কোহলিকে সম্মান জানাতে সাদা জার্সি পরে আসুন। এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিন।’
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- আরসিবি
- বিরাট কোহলি
- বেঙ্গালুরু
- অবসর