খেলাধুলা

RCB vs PKBS | সল্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাঞ্জাবকে উড়িয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে কোহলিরা

RCB vs PKBS | সল্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাঞ্জাবকে উড়িয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে কোহলিরা
Key Highlights

চতুর্থবার আইপিএলের ফাইনালে বিরাট কোহলিরা। আরসিবি আর ট্রফির মধ্যে আর মাত্র এক ম্যাচ দূরত্ব।

চতুর্থবার আইপিএলের ফাইনালে পৌঁছল বিরাট কোহলির আরসিবি। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পতিদার। প্রথমে ব্যাট করতে নেমে ল্যাজেগোবরে হয় পাঞ্জাব। ১৪.১ ওভারে মাত্র ১০১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তাঁরা। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে আউট হন কিং কোহলি। তবে বিরাটের ব্যর্থতার প্রতিশোধ নিলেন ফিল সল্ট। ৬টা চার, ৩টি ছক্কা মেরে ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত রইলেন তিনি। শেষ বলে ছক্কা মেরে আরসিবিকে ম্যাচ জেতালেন ক্যাপ্টেন রজত পাতিদার।