RCB vs GT | RCBকে দুরমুশ করলো গুজরাট টাইটান্স! বিরাটদের হারিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতলো সিরাজরা

Wednesday, April 2 2025, 6:27 pm
highlightKey Highlights

পুরনো দলের বিরুদ্ধে কিন্তু গুজরাটের হয়ে ম্যাচ জেতানো পারফরমেন্স করে দেখিয়ে দিলেন মহম্মদ সিরাজ। ৮ উইকেটে আরসিবিকে হারাল গুজরাট।


আইপিএল ২০২৫র ১৪তম ম্যাচে ৮ উইকেটে বেঙ্গালুরুকে হারাল গুজরাট। চিন্নাস্বামীতে কার্যত বদলার ম্যাচ খেললেন সিরাজ। এদিন নিজের প্রাক্তন দলের ৩ উইকেট নিলেন তিনি। এদিন প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। এদিন ব্যাট হাতে বিরাট করেন ৭, সল্ট করেন ১, দেবদূত পাডিক্কাল ৪! শেষদিকে টিম ডেভিডের ঝোড়ো ইনিংস আরসিবিকে পৌঁছে দেয় ১৬৯ রানে। দেবদূত, ফিল সল্ট এবং লিভিংস্টোনকেও আউট করে মহম্মদ সিরাজ। পাল্টা ব্যাট করতে নেমে অর্ধশতক করেন জোস বাটলার। ৮ উইকেটে যেতে গুজরাট টাইটান্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File