Digital Payment | ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি রুখতে ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করবে RBI!

Saturday, June 8 2024, 12:42 pm
highlightKey Highlights

দেশে ডিজিটাল ও সাইবার জালিয়াতির সংখ্যা ৭০০ শতাংশের বেশি বেড়েছে।


দেশে গুগল পে, ফোনপের মতো ডিজিটাল পেমেন্টের সংখ্যা ও ব্যবহার যেমন বেড়েছে তেমনই বেড়েছে প্রতারণাও। ডিজিটাল পেমেন্টের ফাঁদে পড়ে প্রতিদিনই বহু মানুষ বিপুল অর্থ হারাচ্ছেন। একটি রিপোর্ট বলছে, দেশে ডিজিটাল ও সাইবার জালিয়াতির সংখ্যা ৭০০ শতাংশের বেশি বেড়েছে। এই পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত জালিয়াতির দিকে নজর রাখতে একটি সিস্টেম তৈরি করতে চলেছে RBI। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এ ধরনের প্রতারণা থেকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে রক্ষা করতে একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করার প্রস্তাব রাখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File