RBI | ATM থেকে টাকা তোলার সময় আর হবে না 'বড়' নোটের ঝামেলা! ১০০, ২০০ টাকা নিয়ে নির্দেশ RBIর!

RBI বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১০০ ও ২০০ টাকার নোট এটিএমে যাতে ঠিকমতো লভ্য থাকে সে বিষয়ে পদক্ষেপ করতে হবে।
ATM থেকে টাকা তোলার সময় প্রায় বেশিরভাগ সময়ই ‘ছোট’ নোট পাওয়া যায় না বলে অভিযোগ দেশের অধিকাংশ মানুষের। এবার এই সমস্যা সমাধান করতে বড় নির্দেশ দিলো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। RBI বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১০০ ও ২০০ টাকার নোট এটিএমে যাতে ঠিকমতো লভ্য থাকে সে বিষয়ে পদক্ষেপ করতে হবে। এর জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫। ওই সময়ের মধ্যে দেশের প্রতিটি এটিএমের অন্তত ৭৫ শতাংশের ক্ষেত্রে ন্যূনতম একটি ক্যাসেটে ১০০ ও ২০০ টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।