RBI | গত অর্থবছরে কমেছে দেশের ব্যাঙ্কগুলিতে আমানত গচ্ছিত রাখার হার, রিপোর্ট দিলো রিজার্ভ ব্যাঙ্ক!
Thursday, June 5 2025, 7:50 am
Key HighlightsRBI এক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে গচ্ছিত আমানতের পরিমাণ বৃদ্ধির হার বার্ষিক ১০.৬ শতাংশ হারে বেড়েছে।
গত অর্থবছরে কমেছে দেশের ব্যাঙ্কগুলিতে আমানত গচ্ছিত রাখার হার। সম্প্রতি RBI এক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে গচ্ছিত আমানতের পরিমাণ বৃদ্ধির হার বার্ষিক ১০.৬ শতাংশ হারে বেড়েছে। যা তার আগের অর্থবছরের ১৩ শতাংশ বৃদ্ধির হারের তুলনায় অনেকটাই কম। তবে সার্বিক আমানতের রিপোর্ট ভালোই রয়েছে বলে জানিয়েছে RBI। গত অর্থবছরের শেষ পর্যন্ত মোট আমানতের ৫৯.৫ শতাংশ মেয়াদি আমানত হিসেবে জমা পড়েছে। তার আগের অর্থবছরের ৬০ শতাংশের তুলনায় যা সামান্য কম।

