RBI-এর সতর্কবার্তা! মোবাইল অ্যাপের মাধ্যমে লোন-এর আবেদন করলে বিপদ, হতে পারে তথ্য চুরি।
Monday, November 20 2023, 10:49 am
Key Highlightsরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যালার্ট জারি করেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে লোন-এর আবেদন করলে বিপদ হতে পারে। ডিজিটাল প্লাটফর্ম থেকে লোন-আর আবেদন করলে তথ্য চুরির আশঙ্কা থাকে। ইনস্ট্যান্ট লোন পাওয়ার আশায় অনেকেই সমস্ত তথ্য দিয়ে দেন। আরবিআই এই ইস্যু নিয়ে চিন্তিত। কারণ, আপনার দেওয়া তথ্য জালিয়াতদের সুবিধা করে দিতে পারে। কোনওরকম পেপার ওয়ার্ক ছাড়া দু মিনিটে লোন। এমনই লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। আরবিআই জানিয়েছে, এমন মোবাইল অ্যাপস-এর ব্যাপারে খোঁজ না নিয়ে পা বাড়ালে ভবিষ্যতে বিপদ হতে পারে।
- Related topics -
- দেশ
- সতর্কবার্তা
- মোবাইল লোন অ্যাপ
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

