RBI | ডিজিটাল প্রতারণা রুখতে ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরী করছে RBI!

দেশে বেড়ে চলা ডিজিটাল প্রতারণা কমাতে এবার একটি প্ল্যাটফর্ম তৈরী করার সিদ্ধান্ত নিলো RBI।
দেশে বেড়ে চলা ডিজিটাল প্রতারণা কমাতে এবার একটি প্ল্যাটফর্ম তৈরী করার সিদ্ধান্ত নিলো RBI। ওয়াকিবহাল আধিকারিকের কথায়, দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে নিয়ে একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (DPIP) তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। কোনও ধরনের আর্থিক প্রতারণা হলে তার প্রকার, কীভাবে সেই প্রতারণা করা হয়েছে, কীভাবে গ্রাহক প্রতারকের খপ্পরে পড়েছেন এমন যাবতীয় তথ্য জোগাড় করা এবং তা পরস্পরের সঙ্গে রিয়েল টাইমে ভাগ করে নেবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি।