দেশ

RBI | নিয়মভঙ্গের অপরাধে HDFC সহ একাধিক ব্যাঙ্ককে মোটা জরিমানা করলো RBI

RBI | নিয়মভঙ্গের অপরাধে HDFC সহ একাধিক ব্যাঙ্ককে মোটা জরিমানা করলো RBI
Key Highlights

এইচডিএফসি ব্যাঙ্ক এবং পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জানা গিয়েছে, নিয়ম ভঙ্গ করা জন্যই এই জরিমানা করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসরণ করছেনা একাধিক বেসরকারি ব্যাঙ্ক। নিয়মভঙ্গের জেরে তাই ব্যাঙ্কগুলিকে মোটা টাকা জরিমানা করলো আরবিআই। বুধবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে, কেওয়াইসি নির্দেশ না মানায় এইচডিএফসি ব্যাঙ্কের উপরে ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্কিং সার্ভিস ডিপোজিট অ্যাকাউন্টের নিয়ম না মানায় পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের উপরও ৬৮.২০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। ডিভিডেন্ট ডিক্লেরেশনের নিয়ম না মানায় কেএলএম অক্সাভিয়া ফিনভেস্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।