দেশ

Indusind Bank | মিলছে না ২১০০ কোটি টাকার হিসেবে! চিন্তায় গ্রাহকরা, কী বললো RBI?

Indusind Bank | মিলছে না ২১০০ কোটি টাকার হিসেবে! চিন্তায় গ্রাহকরা, কী বললো RBI?
Key Highlights

২১০০ কোটি টাকার হিসাব মিলছে না ইন্ডাসইন্ড ব্যাঙ্কে। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন এই বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা।

২১০০ কোটি টাকার হিসাব মিলছে না ইন্ডাসইন্ড ব্যাঙ্কে। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন এই বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা। এই পরিস্থিতিতে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিয়ে বক্তব্য রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। RBI জানিয়েছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে। এর আর্থিক অবস্থা সন্তোষজনক। যে আর্থিক খামতি বা গলদ দেখা দিয়েছে, তা পূরণ করতে ব্যাঙ্ক কী পদক্ষেপ করছে, তা চলতি মাসের শেষভাগের মধ্যে জানাতে হবে। গত ডিসেম্বর ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ১৬.৪৬ শতাংশ হারে মূলধন রয়েছে। প্রভিশন কভারেজ হারও ৭০.২০ শতাংশ রয়েছে। লিকুইড কভারেজ রেশিও বা হারও ১১৩ শতাংশ রয়েছে।