RBI | ১০ বছর পেরোলেই স্বাধীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবে নাবালক-নাবালিকারা! অনুমতি দিলো RBI
Wednesday, April 23 2025, 9:55 am

এবার ১০ বছর পেরোলেই নাবালক, নাবালিকারা স্বাধীন ভাবে সঞ্চয় বা মেয়াদী আমানত অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে।
এবার ১০ বছর পেরোলেই নাবালক, নাবালিকারা স্বাধীন ভাবে সঞ্চয় বা মেয়াদী আমানত অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে। এই নিয়ে অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক। RBI একটি সংশোধিত নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১০ বছরের বেশি বয়সি এই নাবালক, নাবালিকারা কী কী শর্তে কত পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতে পারবে, তা ব্যাঙ্কগুলি তাদের রিস্ক ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী নির্ধারণ করবে। এমনকি ব্যাঙ্কগুলি অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, ATM/ডেবিট কার্ড, চেক বই ইত্যাদি অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধাও দিতে পারবে।