রাজ্য

Digha Train | সপ্তাহ পেরোলেই রথযাত্রা, দিঘার উদ্দেশ্যে ছাড়বে দুটি স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

Digha Train | সপ্তাহ পেরোলেই রথযাত্রা, দিঘার উদ্দেশ্যে ছাড়বে দুটি স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি
Key Highlights

রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে দিঘায়। যাত্রীদের সুবিধার কথা ভেবে গত ৯ এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া রুটে এই ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করা হয়।

আর কিছুদিন পরেই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষ্যে মহাসমারোহে সাজছে দিঘা। তাঁর আগেই একগুচ্ছ লোকাল ট্রেন আনলো ভারতীয় রেল। গত ৯ এপ্রিল থেকে দিঘা পাঁশকুড়া রুটে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করা হয়। এই দুটি ট্রেনের সময়সীমা বাড়ালো রেল। পাঁশকুড়া দিঘা প্যাসেঞ্জার স্পেশাল ছাড়বে সকাল ১১টায়। অন্যদিকে দিঘা পাঁশকুড়া প্যাসেঞ্জার লোকাল দিঘা থেকে ছাড়বে দুপুর ২.৫০ মিনিটে। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে এই দুটি ট্রেন। এই ট্রেনদুটি যে পর্যটকদের মুখে হাসি ফোটাবে তা বলাই বাহুল্য।