বিজেপির রথযাত্রা নিয়ে জটিলতা রাজ্যে, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতির কথা জানিয়ে দিল নবান্ন
Thursday, December 21 2023, 2:33 pm
![highlight](/img/target.png)
এই বছর বিজেপি পশ্চিমবঙ্গে মোট ৫ টি রথযাত্রা করার কথা ঘোষণা করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আগামী ৬ ই ফেব্রুয়ারি সূচনা করবেন। এই বিষয়ে আগেই রাজ্য সরকারের কাছে দলের হয়ে অনুমতি চায় রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আজসেই চিঠির ভিত্তিতে নবান্নর পক্ষ থেকে প্রতাপ বাবুকে জানানো হয় স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও রাজ্যে রথযাত্রা করার পরিকল্পনা করেছিল বিজেপি। কিন্তু তা পরে আদালত পর্যন্ত পৌঁছেছিল।
- Related topics -
- নবান্ন
- রথযাত্রা
- রাজনৈতিক দল
- রাজ্য