Ratan Tata | রতন টাটার উইলে নাম পোষ্য টিটোর! সম্পত্তির অংশ পেলেন রাঁধুনি-পরিচারক প্রিয় বন্ধু শান্তনুও

Friday, October 25 2024, 2:24 pm
Ratan Tata | রতন টাটার উইলে নাম পোষ্য টিটোর! সম্পত্তির অংশ পেলেন রাঁধুনি-পরিচারক  প্রিয় বন্ধু শান্তনুও
highlightKey Highlights

রতন টাটার উইলে পোষ্য, রাঁধুনি, পরিচারক, ভাইবোনের জন্য সম্পত্তি, বাকি টাটা ফাউন্ডেশনে।


রতন টাটার উদারতা এবং পোষ্য প্রেমের কথা জানেন সকলেই। এবার তা প্রকাশ পেলো তাঁর উইলে। রতন টাটা যে উইল করে গিয়েছেন তাতে লিখেছেন তাঁর প্রিয় পোষ্য টিটোর যেন যত্নের কোনও অভাব না হয়। এছাড়াও নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন তাঁর দীর্ঘ সময়ের রাঁধুনি রজন সাউ, তিন দশক ধরে পরিচারক হিসেবে কাজ করা সুব্বিয়ার নামে। বাদ পড়েননি নিজের ভাই, দুই সৎ, প্রিয় বন্ধু শান্তনু নাইডুও। বাকি সম্পত্তি তিনি টাটা ফাউন্ডেশনের নামে করে দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File