Ratan Tata | রতন টাটার উইল বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী, কী কী রয়েছে তাঁর সম্পত্তিতে?

Sunday, October 20 2024, 6:55 am
Ratan Tata | রতন টাটার উইল বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী, কী কী রয়েছে তাঁর সম্পত্তিতে?
highlightKey Highlights

রতন টাটার উইল বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন আইনজীবী দারিয়াস খাম্বাটা এবং ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী মেহলি মিস্ত্রি।


ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রতন টাটার উইল বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন আইনজীবী দারিয়াস খাম্বাটা এবং ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী মেহলি মিস্ত্রি। সেই উইল কার্যকর করার দায়িত্ব বর্তেছে তাঁর সৎ বোন শিরিন এবং ডিয়ান্না জিজিভয়ের ওপরে। রতন টাটার সম্পত্তির পরিমাণ ছিল ৩৮০০ কোটি টাকা। ব্যক্তিগত সংগ্রহে আছে একাধিক গাড়ি। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস পদে থাকাকালীন রতন টাটা বছরে বেতন নিতেন মাত্র আড়াই কোটি টাকা। টাটা সন্সের মাধ্যমে তাঁর প্রাপ্ত ডিভিডেন্ডের ৬৬ শতাংশই যেত দাতব্য কার্যকলাপে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File