Bankura Forest । রাঢ়বঙ্গের জঙ্গলে দেখা মিললো আমাজনের মাংসখেকো "সূর্যশিশির" এর , অবাক স্থানীয়রা

Thursday, December 19 2024, 4:18 am
Bankura Forest । রাঢ়বঙ্গের জঙ্গলে দেখা মিললো আমাজনের মাংসখেকো "সূর্যশিশির" এর , অবাক স্থানীয়রা
highlightKey Highlights

সোনামুখীর জঙ্গলে দেখা মিলল পতঙ্গভূক এক উদ্ভিদের! সূর্যশিশির',যার বিজ্ঞানসম্মত নাম 'ড্রসেরা বার্মানি'।


কয়েকদিন আগে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার কয়েকজন স্থানীয় লোক জঙ্গলে গিয়ে এক বিশেষ প্রজাতির উদ্ভিদ দেখতে পান। সঙ্গে সঙ্গে বনদফতরকে খবর দেন তাঁরা। শনাক্তকরণ ও রক্ষণাবেক্ষনের পর বনদফতর জানায়, এই উদ্ভিদের নাম 'সানডিউ' বা 'সূর্যশিশির'। বিজ্ঞানসম্মত নাম 'ড্রসেরা বার্মানি'। মূলত জঙ্গলঘেরা স্যাঁতসেঁতে জায়গায় এরা জন্মায়। আমাজনের জঙ্গলে প্রচুর পরিমানে এই উদ্ভিদ দেখা যায়। এরা মূলত মাংসভূক। উইপোঁকা বা পিঁপড়ে জাতীয় পোকামাকড়কে ধরে তাদের গলিয়ে নির্যাস পান করে এরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File