Rapper Raftaar | দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন ডিলিন নায়ার ওরফে র্যাপার রফতার, পাত্রী কলকাতার !
Friday, January 31 2025, 2:27 pm
Key Highlights
তিক্ত অতীত ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র্যাপার রফতার। শুক্রবার, ৩১ জানুয়ারি মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন শিল্পী।
বর্তমান প্রজন্মের সবথেকে জনপ্রিয় র্যাপার ডিলিন নায়ার ওরফে রফতার। ২০১৬তে নিজের দীর্ঘদিনের প্রেমিকা কোমল বোহরকে বিয়ে করেছিলেন তিনি। তবে বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। পাত্রী মনরাজ জাওয়ান্ডা। মনরাজ পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফিটনেস এনথুসিয়াস্ট। শুক্রবার, ৩১ জানুয়ারি সনাতনী দক্ষিণী প্রথায় চার হাত এক হলো দুজনের। কাজের সূত্রে দুজনের আলাপ এবার পৌঁছলো ছাদনাতলায়। রফতারের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছার বন্যা বইয়েছেন অনুরাগীরা।
- Related topics -
- বিনোদন
- শুভ বিবাহ
- বিবাহ
- দক্ষিণী সুপারস্টার
- গায়ক
- সঙ্গীতশিল্পী