দেশ

Madhya Pradesh | ২ শিশুকে ধর্ষণ, ১০ বছরের জেল-ফাঁসির সাজা! তারপরেও মূক-বধির নাবালিকাকে ধর্ষণ করে মহাকুম্ভে 'পুণ্য'স্নান ধর্ষকের!

Madhya Pradesh | ২ শিশুকে ধর্ষণ, ১০ বছরের জেল-ফাঁসির সাজা! তারপরেও মূক-বধির নাবালিকাকে ধর্ষণ করে মহাকুম্ভে 'পুণ্য'স্নান ধর্ষকের!
Key Highlights

ইতিমধ্যে জয়পুর যাওয়ার পথে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পর পর শিশুকন্যাদের ধর্ষণ করে মহাকুম্ভে স্নান করতে পালালো অভিযুক্ত! ইতিমধ্যে জয়পুর যাওয়ার পথে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রথমে ২০০৩ সালে নরসিংহগড়ে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে ১০ বছরের কারাদণ্ডের সাজা পায়। ২০১৩ সালে মুক্তি পেয়ে ফের ৮ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে সে। এরপর তাকে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয়। যদিও সেই রায় খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরও চলতি বছরে ফেব্রুয়ারিতে ১১ বছরের এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে মৃত্যু হয় ওই নির্যাতিতার।