ক্রাইমরাতের শহরাঞ্চলে তরুণীকে অশ্লীল মন্তব্য, অশ্লীলতার অভিযোগে গ্রেফতার অ্যাপ-বাইক চালক ।

সওয়ারি মহিলার সঙ্গে অভব্যতা করেন অ্যাপ-বাইক চালক। মঙ্গলবার ওই মহিলা অভিযোগ জানান কলকাতা পুলিশের ফেসবুক পেজে। পাঠান ই-মেলও। এ দিন সকালে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে বাড়ির সামনে থেকেই আসলাম হোসেন নামে অ্যাপ-বাইক চালককে গ্রেফতার করা হয়। মহিলা জানান রবিবার রাত ৯টায় তিনি একটি র্যাপিডো বাইকে ওঠেন আলিপুর থানা এলাকার দেশি লেন থেকে গরফা থানা এলাকায় তাঁর বাড়িতে ফিরবেন বলে। বাইকে ওঠার পরপরই তাঁর শরীর সম্পর্কে নানা রকমের অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করেন।এছাড়াও রাতে ওই মহিলাকে নামিয়ে দেন গরফা থানা এলাকায়, তাঁর বাড়ি থেকে অনেকটা দূরে। সেখান থেকে হেঁটে বাড়ি ফিরতে হয় তাকে। র্যাপিডোর কাস্টমার কেয়ারে ফোন করেও অভিযোগ জানান তিনি।