Durga Puja 2024 | ১০০ নয়, ১১২ ফুট ‘উঁচু’ দূর্গা প্রতিমা! বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার পুজো নিয়ে হাইকোর্টে মামলা

Monday, September 30 2024, 9:33 am
highlightKey Highlights

রানাঘাটের কামালপুর অভিযান সংঘের ১১২ ফুট দুর্গাপ্রতিমা নিয়ে বিতর্ক, হাইকোর্টের অনুমতির জন্য আবেদন।


১১২ ফুট ‘উঁচু’ দূর্গা প্রতিমা বানানোর পরিকল্পনা বাংলাদেশ সীমান্ত লগোয়া রানাঘাট মহকুমার কামালপুর অভিযান সংঘের। তবে হঠাৎই অনুমতি দেওয়া যাবে না বলে জানায় পুলিশ। এরপরই হাইকোর্টে অনুমতি চায় পুজো কমিটি। পুজো উদ্যোক্তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, গিনেস বুক, গুগল ও ইউনেস্কো সহ সমস্ত জায়গায় এই নতুন কীর্তির কথা জানিয়ে রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। অনুমতির জন্য প্রশাসনকে জানানো হয়। প্রাথমিকভাবে কোনও আপত্তি জানানো হয়নি। তবে হঠাৎ পুলিশ বলে অনুমতি দেওয়া যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File