বিনোদন

Ramayana | রঘুনন্দন বেশে রণবীর, রাবণের চরিত্রে যশ! মন জয় করলো নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ-র প্রথম লুক!

Ramayana | রঘুনন্দন বেশে রণবীর, রাবণের চরিত্রে যশ! মন জয় করলো নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ-র প্রথম লুক!
Key Highlights

২০২৩ সালে ব্যাপক সমালোচনার মুখ পড়েছিল ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। তবে আজ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম লুক প্রকাশের পর একেবারেই ভিন্ন মত জনতার।

২০২৩ সালে ব্যাপক সমালোচনার মুখ পড়েছিল ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। তবে আজ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম লুক প্রকাশের পর একেবারেই ভিন্ন মত জনতার। রামের চরিত্রে রণবীর কাপুরকে দেখে উচ্ছসিত নেটিজেনরা। রাবণ ওরফে যশকে দেখেও মুগ্ধ সিনেমা প্রেমীরা। পরিচালক আগেই কথা দিয়েছিলেন ‘রামায়ণ’ ছবিটি কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে না। চলতি বছরের মধ্যেই দুটি পর্বের কাজই শেষ করে ফেলতে চাইছেন পরিচালক, কারণ ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা।