Visva Bharati University | বিশ্বভারতীর অনুষ্ঠানে চললো রামের ভজন! পরিবেশিত হল রবীন্দ্র সঙ্গীতের রিমিক্স
অনুষ্ঠানে কবিগুরুর গান গাওয়া হলেও তা ছিল আদতে রবীন্দ্র সঙ্গীতের রিমিক্স! হিন্দিতে পরিবেশন করা হল রামের ভজন ও অযোধ্যার কাহিনি। যা বিশ্বভারতীর প্রথা এবং ধর্মনিরপেক্ষ সংস্কৃতির বিরুদ্ধ!
ফের চর্চায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের উৎসাহ প্রদান করতে গত শনিবার ও রবিবার অনুষ্ঠান আয়োজন করা হয়। অথচ, অভিযোগ সেই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদেরই আমন্ত্রণ জানানো হয়নি। যে অধ্যাপিকার বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের হেনস্থা করার অভিযোগে মামলা চলছে তাকেই দেওয়া হয় অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব। এমনকি, অনুষ্ঠানে কবিগুরুর গান গাওয়া হলেও তা ছিল আদতে রবীন্দ্র সঙ্গীতের রিমিক্স! হিন্দিতে পরিবেশন করা হল রামের ভজন ও অযোধ্যার কাহিনি। যা বিশ্বভারতীর প্রথা এবং ধর্মনিরপেক্ষ সংস্কৃতির বিরুদ্ধ!