দেশ

পেগাসাস স্পাইওয়্যার: অনিল আম্বানি এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টরের ফোনেও চলেছে নজরদারি

পেগাসাস স্পাইওয়্যার: অনিল আম্বানি এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টরের ফোনেও চলেছে নজরদারি
Key Highlights

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে গোটা দেশে ৩০০-এরও বেশি ভিআইপি, নেতা-মন্ত্রীদের ফোনে আড়ি পাতা হয়েছিল দীর্ঘদিন ধরে, আর সেটা কারোর নজরেই আসেনি। এই খবর জানার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। পাশাপাশি ভারতীয়দের মৌলিক অধিকারের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে প্রযুক্তি মন্ত্রালয় তথা ভারত সরকারের দিকে। 'দ্য ওয়্যার' নামক একটি সংবাদসংস্থার তদন্তে জানা গিয়েছে, রিলায়েন্স এডিএ গোষ্ঠীর কর্ণধার অনিল আম্বানি এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ফোনেও দীর্ঘদিন ধরে আড়ি পাতা হয়েছিল। যদিও এই আড়ি পাতা কান্ড মানতে নারাজ কেন্দ্রীয় সরকার।