রাশি ফল

Raksha Bandhan | রাখিতে 'অশুভ সময়'! ঠিক সময়ে রাখি না পরালে হতে পারে ক্ষতি! এদিন দেখা যাবে 'ব্লু সুপারমুন'!

Raksha Bandhan | রাখিতে 'অশুভ সময়'! ঠিক সময়ে রাখি না পরালে হতে পারে ক্ষতি! এদিন দেখা যাবে 'ব্লু সুপারমুন'!
Key Highlights

রাখির দিন ভদ্রা কাল। ভাই-দাদার শুভ কামনায় ঠিক সময়ে পরান রাখি। ৭০০ বছর পর মহাযোগ গঠন হতে চলেছে রাখি পূর্ণিমায়। রাখির দিনই দেখা যাবে 'ব্লু সুপারমুন'।

রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রক্ষাবন্ধন (Rakshabandhan) উৎসবে মেতে উঠেছে গোটা দেশ (India)। ভাই-দাদাদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন বোন-দিদিরা। ঝুলন পূর্ণিমার পুণ্য তিথিতে ভারতজুড়ে এই উৎসব শুধুমাত্র ভাইবোনের সম্পর্কের উদযাপনই নয়, একে অন্যকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য। এইবার রাখি উৎসবে মিলেছে বাড়তি পাওয়না। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে রাখি উৎসব  দুদিন জুড়ে পড়েছে।  বুধ ও বৃহস্পতিবার, অর্থাৎ ৩০সে অগাস্ট ও ৩১সে অগাস্ট। এছাড়াও এই বছর রাখিতে ৭০০ বছর পর তৈরি হয়েছে পঞ্চ মহাযোগ। তবে এবার রাখির শুভ সময় নিয়ে তৈরী হয়েছে বেশ বিভ্রাট। ঠিক সময়ে রাখি না পরালে তা অশুভ হতে পারে।

পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০সে অগস্ট  সকাল ১০ টা ৪৮ মিনিট থেকে, যা থাকবে ৩১সে অগস্ট সকাল ৭ টা ০৬ মিনিট পর্যন্ত। তবে, ৩০সে অগস্ট ভদ্রা কাল রাত ৯টায় শেষ হবে। ভদ্রা কাল সময়ে রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভদ্রা কাল সময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। কারণ, ভদ্রাকে জ্যোতিষশাস্ত্রে অশুভ ধরা হয়। অর্থাৎ যখনই ভদ্রা থাকবে তখনই নেতিবাচক প্রভাব পড়বে। ভদ্রা হল শনির বোন এবং তার স্বভাব খুবই নিষ্ঠুর। ভদ্রা ছায়া ও সূর্যদেবের কন্যা। রূপ দেখে সূর্যদেব তার বিয়ে নিয়ে খুব চিন্তিত থাকতেন। ভদ্রা কোনও শুভ কাজ হতে দেন না। কোনও যজ্ঞও নয়।

ফলে  ভদ্রা কাল থাকাকালীন রাখি না বাধাই শুভ। ভদ্রা পুচ্ছে রাখি বাঁধতে পারেন। তাই ৩০সে অগস্ট সন্ধ্যা ০৫ টা ৩১ মিনিট থেকে ০৬ টা ৩১ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে। এরপর এদিন রাত ৯টা থেকে আগামী কাল, ৩১ তারিখ সকাল ৭টা পর্যন্ত রাখি বাঁধতে পারবেন।

অন্যদিকে, জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ৭০০ বছর পর মহাযোগ গঠন হতে চলেছে রাখি পূর্ণিমায়। গ্রহের এই অবস্থান, বুধ, বৃহস্পতি এবং শশ যোগ তৈরি করবে। জ্যোতিষীরা বলছেন, এই ধরনের শুভ দশায় রাখি বাঁধার শুভ ফল বহুগুণ বেড়ে যেতে পারে। ৩০ সে অগাস্ট  অর্থাৎ বুধবার, সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি গ্রহ মিলে পঞ্চ মহাযোগ তৈরি হতে পারে।  গ্রহের এই অবস্থানে বুধাদিত্য, বাসরপতি এবং শশ যোগ তৈরি হবে।

এছাড়া  জ্যোতিষবিদদের একাংশের মতে, ৭০০ বছর পরে, শনি এবং বৃহস্পতি তাদের নিজস্ব রাশিতে বিপরীতমুখী অবস্থায় বসে থাকবে। যার জন্য কিছু রাশির উপর এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী বিপুল লাভবান হবেন বলেই জানিয়েছেন জ্যোতিষবিদরা। একই সময়ে, ২৪ বছর পরে, রাখি বন্ধনে রবি যোগের সঙ্গে বুধাদিত্য যোগ এবং শতাব্দী নক্ষত্রের সংমিশ্রণ তৈরি হয়েছে। এই বিরল সংযোগের ফলে কয়েকটি রাশির ভাগ্য সমৃদ্ধ হবে। রাজ যোগ থাকতে পারে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যে। দেখে নিন কোন কোন রাশির জাতকদের ভাগ্য শুভ থাকবে এদিন।

  • সিংহ রাশি : জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখির দিন একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটছে সিংহ রাশির জন্য। এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এই দিন। মা লক্ষ্মী ও শনির কৃপায় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ পাবেন। সম্পদ বৃদ্ধির ফলে পরিবারে সুখ আসবে। এই সময়টি বিনিয়োগের জন্য অনুকূল, এই সময়ে করা বিনিয়োগ দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে।
  • ধনু রাশি: জ্যোতিষশাস্ত্র মতে ধনু রাশির জাতকদের জন্য রাখির দিনটি সৌভাগ্যের হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলোও শেষ হবে। এই সময়ে, এই রাশির জাতকরা তাদের জীবনসঙ্গী এবং পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে রাজ যোগের সুফল পাবেন। আয়ের সঙ্গে উৎস বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। সমাজে সম্মান বাড়বে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা সাফল্য পাবেন।
  • মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের জন্য রক্ষা বন্ধনের দিনটি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। এ দিন থেকে আগামী এক মাস পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ হতে পারে। অর্থের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। টাকা জমাতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ হবে। বৃহস্পতির শুভ প্রভাবে দাম্পত্য জীবনের বাধার অবসান ঘটবে।

প্রসঙ্গত, রাখি পূর্ণিমার দিনই ‘ব্লু সুপারমুন’ (Blue Supermoon) অর্থাৎ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদকে দেখা যাবে। এদিন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব দাঁড়াবে ৩৫৭৩৪৪ কিলোমিটার। উল্লেখ্য, এর আগে জুন মাসেও একটি সুপার মুন দেখা গিয়েছিল। যাকে ডাকা হয় 'স্ট্রবেরি মুন' (Strawberry Moon) নামে। চাঁদের এই দৃশ্যকে ‘ব্লু সুপারমুন’ বলা হলেও, আদতে কিন্তু এদিন চাঁদকে নীল রঙের দেখা যাবে না। কোনও মাসে দু’বার পূর্ণিমা দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ‘ব্লু মুন’। এদিন পৃথিবীতে খুব কাছে চলে আসে চাঁদ। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় পেরিজি (Perigee)। পূর্ণিমার দিনে গোল থালার মতো চাঁদ দেখা যায় আকাশে। অন্যান্য দিনের তুলনায় এই দিনে চাঁদের ঔজ্জ্বল্য থাকে অনেক বেশি। তবে সুপার মুনের ক্ষেত্রে চাঁদ আরও বেশি উজ্জ্বল থাকে। আজ চাঁদের এই অপরূপ দৃশ্যই দেখতে পাওয়া যাবে আকাশে।


Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
Weather Update | ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Aamir Khan | “..গৌরীকে বিয়ে করে ফেলেছি”! তৃতীয়বার বিয়ের সারলেন আমির খান?
Weather Update | খেল দেখাবে নিম্নচাপ, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা! তবে বুধবার থেকে দাপট কমবে বৃষ্টির!
Ind Vs Eng | পোশাকের লোগো বিভ্রাট! বিতর্কে অধিনায়ক গিল! কোটি টাকার আইনি বিপাকে পড়তে পারে BCCI
Rameshbabu Praggnanand | বিশ্বমঞ্চে ভারতীয় দাবাড়ুদের দাপট, গুকেশকে টপকে নতুন মাইলস্টোন ছুঁলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla