Raj Kumar Rao | 'বেবি অন দ্য ওয়ে'! বিয়ের সাড়ে তিন বছর বাদে খুশির খবর দিলেন রাজকুমার-পত্রলেখা!

২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। এবার বিয়ের বিয়ের সাড়ে তিন বছর বাদে মা বাবা হওয়ার সুখবর শোনালেন তারকা দম্পতি।
বলিউডে খুশির খবর। বাবা হতে চলেন বলি অভিনেতা রাজকুমার রাও। দীর্ঘ ১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। এবার বিয়ের বিয়ের সাড়ে তিন বছর বাদে মা বাবা হওয়ার সুখবর শোনালেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন রাজকুমার পত্রলেখা। তাতে লেখা ‘সন্তান আসছে।’ ক্যাপশনে লেখা শুধুমাত্র ‘উচ্ছ্বসিত’। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, ফাহরা খান, কিয়ারা আডবানি, হুমা কুরেশি, ভারতী সিং, তৃপ্তি দিমরি, সোহা আলি খান পতৌদি সহ বলিউডের আরও অনেক তারকা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- রাজকুমার রাও
- সেলিব্রিটি