PBKS vs RCB | আইপিএলে 'বিরাট' জয়, পাঞ্জাবকে হেলায় হারালো রজত পাতিদারের আরসিবি !

Sunday, April 20 2025, 2:00 pm
highlightKey Highlights

বিরাট ব্যাটে ভর করে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রজত পাতিদারের দল আরসিবি।


আজ ভরদুপুরে পাঞ্জাবের বিরুদ্ধে বদলের ম্যাচ খেলতে নেমেছিল আরসিবি। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। ১১৪ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা পাঞ্জাবকে টেনে তোলেন শশাঙ্ক সিং (৩১)। ১৫৭ রানে থমকে যায় পাঞ্জাবের ইনিংস। পাল্টা খেলতে নেমে ১ উইকেটে আউট হন ওপেনার ফিল সল্ট। তবে বেঙ্গালুরুকে টেনে তোলেন কিং কোহলি এবং দেবদূত পড়িক্কল (৬১) জুটি। কোহলি দেবদূতের ১০৩ রানের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। একটি পরিণত অর্ধশতকে বেঙ্গালুরুকে ম্যাচ জেতান বিরাট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File