RRvsCSK | রবিবাসরীয় সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস মহাদ্বৈরথ, প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া রাজস্থান

Sunday, March 30 2025, 4:54 am
RRvsCSK | রবিবাসরীয় সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস মহাদ্বৈরথ, প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া রাজস্থান
highlightKey Highlights

রবিবার আইপিএলের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে।


গুয়াহাটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০এ রাজস্থান বনাম চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ। রাজস্থান রয়্যালসের দল: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, রিয়ান পরাগ(অধিনায়ক), ধ্রুব জুরেল(উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, শুভম দুবে/আকাশ মাধওয়াল( ইমপ্যাক্ট প্লেয়ার )। চেন্নাইয়ের দল: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড(অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, মহেন্দ্র সিং ধোনি(উইকেটকিপার), মাথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ, শিবম দুবে/কমলেশ নাগরকোটি( ইমপ্যাক্ট প্লেয়ার )।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File