RRvsCSK | রবিবাসরীয় সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস মহাদ্বৈরথ, প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া রাজস্থান
Sunday, March 30 2025, 4:54 am

রবিবার আইপিএলের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে।
গুয়াহাটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০এ রাজস্থান বনাম চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ। রাজস্থান রয়্যালসের দল: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, রিয়ান পরাগ(অধিনায়ক), ধ্রুব জুরেল(উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, শুভম দুবে/আকাশ মাধওয়াল( ইমপ্যাক্ট প্লেয়ার )। চেন্নাইয়ের দল: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড(অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, মহেন্দ্র সিং ধোনি(উইকেটকিপার), মাথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ, শিবম দুবে/কমলেশ নাগরকোটি( ইমপ্যাক্ট প্লেয়ার )।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- গুয়াহাটি
- রাজস্থান রয়্যালস
- চেন্নাই সুপার কিংস
- চেন্নাই
- রাজস্থান