Rajasthan Royals | দ্রাবিড়ের পর আরও দুই কোচকে ছাঁটাই রাজস্থান রয়্যালসের, আইপিএলের আগে খোলনলচে বদলাচ্ছে দল!

রাহুল দ্রাবিড় আগেই সরে গিয়েছেন রাজস্থানের হেড কোচের পদ থেকে। সঞ্জু স্যামসনকেও ছেড়ে দেওয়ার পথে তারা। এবার জানা গেল, দলের আরও দুই কোচকে ছাঁটাই করেছে রাজস্থান।
আগামী মরশুমে আইপিএল শুরুর আগেই রাজস্থানের হেড কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। সঞ্জু স্যামসনকেও ছেড়ে দেওয়ার পথে রাজস্থান রয়্যালস। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে এবং ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক আর রাজস্থানের কোচিং দলের অংশ নন। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ট্রেভর পেনি যোগ দিতে পারেন রাজস্থানের কোচিং গ্রুপে। সূত্রের খবর, শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ডিরেক্টর অফ ক্রিকেট থেকে রাজস্থানের হেড কোচ হিসাবে ফিরতে পারে।