RRvsPBKS | আজ ভরদুপুরে পাঞ্জাব বনাম রাজস্থান হাড্ডাহাড্ডি লড়াই, খেলছেন কারা কারা?
Sunday, May 18 2025, 3:58 am

আজ দুপুর ৩.৩০টায় আইপিএলের সেকেন্ড রাউন্ডে খেলতে নামছে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, কোয়েনা মাপাখা, আকাশ মাধওয়াল। পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, মিচেল আওয়েন, নেহাল ওয়াদেরা, আজমতুল্লা ওমরজাই, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, কাইল জেমিসন।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- আইপিএল বাতিল
- আইপিএল ফাইনাল
- ক্রিকেট
- ক্রিকেটার
- রাজস্থান রয়্যালস
- পঞ্জাব কিংস