CSKvsRR | জয় অধরা ধোনির দলের! চেন্নাইকে ৬ রানে হারিয়ে ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস
Sunday, March 30 2025, 6:27 pm

জয় অধরাই রইল মহেন্দ্র সিং ধোনির দলের। দুই ম্যাচ পর ম্যাচ জিতে নিল রাজস্থান।
আইপিএলে জয় অধরাই রইলো মহেন্দ্র সিং ধোনির দলের। মাত্র ৬ রানে ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে বোলিং নিয়েছিল চেন্নাই। ব্যাট করতে নেমে রাজস্থানের নীতীশ রানা ৩৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক রিয়ান পরাগ ৩৭ রানে প্যাভিলিয়নে ফেরেন। স্টার্কের ৩৫, নূরের ২৮ রান এবং আরো কয়েক ওভার মিলিয়ে ১৮২ রানের ছোট টার্গেট সেট করে রাজস্থান। পাল্টা ব্যাট করতে নেমে টার্গেট মিস ধোনিদের। ১৭৬ই থমকে গেলো চেন্নাইয়ের স্কোরবোর্ড।