বজ্রপাতের জেরে রাজস্থানে মৃত ২০ জন, মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
Monday, July 12 2021, 9:52 am
Key Highlights
গত রবিবার বজ্রপাত হয় জয়পুরের আমের ফোর্টে ওয়াচ টাওয়ারের উপর। এই বজ্রপাতের জেরে সেখানে উপস্থিত অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এছাড়াও রাজস্থানের বেশ কিছু জায়গা যেমন কোটায় চারজন, ঢোলপুরে তিনজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এই মৃতদের তালিকার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘কোটা, ঢোলপুর, ঝালোয়ার, জয়পুর ও বারানে বজ্রপাতে এতজনের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই শোক সহ্য করার শক্তি দিন। এই পরিবারগুলিকে যত দ্রুত সম্ভব সহায়তা প্রদান করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
- Related topics -
- দেশ
- রাজস্থান
- মুখ্যমন্ত্রী
- অশোক গহলৌত
- বজ্রপাত
- মৃত্যু