Indigo | টেকঅফের পরই বেজে উঠলো অ্যালার্ম! জরুরি অবতরণ রায়পুরগামী ইন্ডিগো বিমানের!
Tuesday, July 8 2025, 11:56 am

জরুরি অবতরণ করতে হলো ইন্দোর থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমানকে।
টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বেজে উঠলো অ্যালার্ম! জরুরি অবতরণ করতে হলো ইন্দোর থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমানকে। সূত্রে খবর, টেকঅফের কিছুক্ষণ পরেই প্রযুক্তিগত ত্রুটির জন্য অ্যালার্ম বাজতে শুরু করেছিল। তারপরেই সেফটি প্রোটোকল মেনে পদক্ষেপ করেন পাইলট। বিমানটিকে ঘুরিয়ে ইন্দোরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। জানা গিয়েছে, সব যাত্রীরা সুরক্ষিত ছিলেন। এমনকি উড়ান সংস্থার তরফে টিকিটের দাম রিফান্ডও করে দেওয়া হয়েছে। তবে কী কারণে অ্যালার্ম বেজে উঠেছিল তার তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় বিমান
- বিমান
- বিমান পরিষেবা
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান