WB Weather | 'ফেঞ্জলে'র প্রভাবে বৃষ্টি শুরু বঙ্গে, ভোর থেকেই ভাসছে জেলাগুলি

Saturday, November 30 2024, 4:44 am
highlightKey Highlights

আজ দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়বে 'ফেঞ্জল'। তার জেরে শনিবার ভোররাত থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।


আজ দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়বে 'ফেঞ্জল'। তার জেরে শনিবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভোররাত থেকে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি। রবি ও সোমবারও রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচমকা বৃষ্টিতে মাথ্যায় হাত পড়েছে কৃষকদের। বৃষ্টির জেরে গত এক বছরে চাষের অনেক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট, মূল্যবৃদ্ধি ইত্যাদি দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File