আবহাওয়াআগামী তিনদিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত বঙ্গে, রেড অ্যালার্ট জারি করা হল উপকূলে
রাজ্যে নিম্নচাপকে সঙ্গে নিয়েই বর্ষার আগমন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে আগামী তিনদিন সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। শনিবার এবং রবিবার প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকায়, রাজ্যবাসীকে সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ১২-১৩ জুন পর্যন্ত সকল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।