WB Weather | শীতকে টাটা, আসছে বৃষ্টি! বুধবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
শেষ শীতের ইনিংস, দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে গরম। তবে চলতি সপ্তাহেই বদলে যাবে বঙ্গের আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এরপর শুক্রবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে ৷ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে ৷