India vs Australia । বৃষ্টিতে ভিজছে গাব্বা, টস জিতে ১৩ ওভারেই বন্ধ খেলা, বিপাকে রোহিতরা ?

Saturday, December 14 2024, 4:25 am
highlightKey Highlights

বৃষ্টির সম্ভাবনা ছিল। আর সেটাই হল সত্যি। ব্রিসবেনের গাব্বায় বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। ১৩.‌২ ওভার খেলা হতে না হতেই নামে বৃষ্টি।


আবহাওয়াবিদরা বলেছিলো, বৃষ্টির সম্ভাবনা আছে। সে আশংকায় সত্যি হলো। গাব্বার স্টেডিয়াম এখন ভিজছে বৃষ্টিতে। বন্ধ খেলা। মেঘলা আবহাওয়ায় টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ১৩.‌২ ওভার খেলতে না খেলতেই নেমেছে বৃষ্টি। অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৮। খেলছিলেন ম্যাকসুইনি ও খোওয়াজা। গাব্বায় এবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং বাংলার পেসার আকাশ দীপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File