Mineral Mission | কেন্দ্রের মিনারেল মিশনে সহায়তা করলেই মিলবে রয়্যালটি, রাজ্যগুলিকে জানালো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Friday, January 31 2025, 4:31 am
Key Highlights
ঘরোয়া উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে এবং বিদেশে খনি নিলামে অংশগ্রহণে উৎসাহ দিতে এবং রাজ্যগুলিকে খনন কার্য চালিয়ে যাওয়ায় উদ্বুদ্ধ করতে চলতি মাসের গোড়ায় কেন্দ্রের ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের অনুমোদন পাওয়া গেলো। এর ফলে ভারতের মধ্যে, সমুদ্রতীরবর্তী এলাকায় এবং বিদেশেও গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে তা উত্তোলন, বেনিফিকেশন, প্রক্রিয়াকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য থেকে তা বের করে আনার কাজ করা হবে। এই প্রকল্পে উৎসাহ দিতে সাহায্যকারী রাজ্যগুলিকেও আর্থিক ভাতা এবং রয়্যালটি দেওয়া হবে। প্রকল্পের অগ্রগতির জন্য ১৬,৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই উদ্ধার করা ক্রিটিক্যাল মিনারেল ব্লকের নিলাম শুরু হয়ে গিয়েছে।
- Related topics -
- দেশ
- খনি
- অশ্বিনী বৈষ্ণব
- রাজ্য