Farakka | ফারাক্কায় স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ, একের পর এক আটকে পড়ছে ট্রেন, ভোগান্তি নিত্যযাত্রীদের

Friday, February 14 2025, 5:23 am
highlightKey Highlights

ফরাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে স্টপেজের দাবি। শুক্রবার সকালে রেললাইনে বসে পড়েন এলাকার বাসিন্দারা। যার জেরে আটকে পড়ে মালদহগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন।


সূত্রের খবর, আগে সাঁকোপাড়া হল্ট স্টেশনে আগে কাটিহার এক্সপ্রেসসহ একাধিক ট্রেন স্টপেজ নিতো। করোনাকালে তা বন্ধ করা হয়েছিল, আর চালু হয়নি। ফলে নিত্যযাত্রীদের বহুদূরে গিয়ে ট্রেন ধরতে হচ্ছিলো। শুক্রবার সকালে ফরাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে স্টপেজের দাবিতে রেল অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রেললাইনে বসে পড়ায় আটকে পড়ে মালদহগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন। চুড়ান্ত ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। অবশেষে পুলিশ হল্টে স্টপেজ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File