Rail Exam | রেলের পরীক্ষায় হয়েছে 'অনিয়ম', গ্রুপ সি বিভাগের সমস্ত পরীক্ষা বাতিল করলো বোর্ড
Thursday, March 6 2025, 4:32 pm
Key Highlightsগত 4 মার্চ রেলের গ্রুপ-সি'র যে যে বিভাগে পরীক্ষা হয়েছিল তা বাতিল করার কথা জানিয়েছে ভারতীয় রেল বোর্ড৷
গত ৪ মার্চ রেলের গ্রুপ সি'র বিভাগে পরীক্ষা হয়েছিল। সেদিনই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের মুঘলসরাই থেকে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ২৬ জন রেল কর্মকর্তাকে গ্রেফতার করে সিবিআই। ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। তারপরই রেল বোর্ড সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে একটি সার্কুলার পাঠায়৷ তাতে লেখা ছিল, 'পরীক্ষায় অনিয়ম হয়েছে তাই এলডিসিই/জিডিসিই (গ্রুপ সি)র নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়া হল। স্থগিত রাখা হলো গ্রুপ-সি বিভাগের বাকি পরীক্ষাগুলো।'

