Rafale Losses | ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্য’- ভারত-পাক সংঘর্ষ নিয়ে পাকিস্তানকে তুলোধোনা ফরাসি নৌসেনার

Sunday, November 23 2025, 1:33 pm
highlightKey Highlights

ফরাসি কমান্ডার জাকিস লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট।


সম্প্রতি পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে জানিয়েছেন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল। যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের একাধিক রাফালে যুদ্ধবিমান। রবিবার পাকিস্তানের সংবাদ পরিবেশনকে ‘ভুয়ো খবর’ বললো ফরাসি নৌসেনা। এদিন নৌসেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, “ক্যাপ্টেন লৌনের নামে যা দাবি করা হয়েছে, তা ছাপার জন্য অনুমতি নেওয়া হয়নি। নিবন্ধটিতে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়েছে।” বিজেপি নেতা অমিত মালব্যের বক্তব্য, পাকিস্তানের মিথ্যাচার সামনে চলে এল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File