Eid-র দিনেই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'রাধে'

Thursday, May 13 2021, 8:43 am
Eid-র দিনেই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'রাধে'
highlightKey Highlights

বৃহস্পতিবার অবশেষে মুক্তি পেতে চলেছে 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'। গত বছর করোনা পরিস্থিতিতে সিনেমা হল বন্ধ থাকায়, বড়পর্দায় কোনও ছবি মুক্তি পায়নি। এ বছর ও করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত থিয়েটার এবং সিনেমাহল। তাই বড়পর্দায় নয়, OTT-তেই মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি 'রাধে'। প্রথমদিকে ছবির প্রযোজক-অভিনেতা সলমন খান এবং পরিচালক প্রভু দেবা বড়পর্দাতেই মুক্তি চেয়েছিলেন, কিন্তু বার বার তারিখ দেওয়া সত্ত্বেও মহামারীর প্রেক্ষিতে পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ।অবশেষে বৃহস্পতিবার ঈদের দিনে মুঠোফোনেই মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত ছবি 'রাধে'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File