Hockey India League 2024:25 | সরস্বতী পুজোর শুভদিনে হকিতে সেরার শিরোপা উঠলো রাঢ় বেঙ্গল টাইগার্স এর মাথায়
Sunday, February 2 2025, 2:26 pm
Key Highlights
পুরুষদের হকি ইন্ডিয়া লিগ ২০২৪:২৫এ হায়দরাবাদ তুফানসকে ৪:৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রাঢ় বেঙ্গল টাইগার্স।
শেষ হলো পুরুষদের হকি ইন্ডিয়া লিগ ২০২৪:২৫ এর মরশুম। শনিবার, রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাঢ় বেঙ্গল টাইগার্সের মাথায় উঠলো সেরার শিরোপা। হায়দরাবাদ তুফানসকে ৪:৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো তারা। এদিন হায়দ্রাবাদ তুফানসের হয়ে গোল তিনটি করলেন গনজালো পেইয়াত ও অমনদীপ লাকরা। অন্যদিকে রাঢ় বেঙ্গল টাইগার্সের গোলগুলি করলেন জুগরাজ সিং ও স্যাম লেন। এর আগে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সূরমা হকি ক্লাব তামিলনাডু ড্রাগনসকে ৩:২ গোলে হারিয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- হকি
- বিশ্ব চ্যাম্পিয়ন
- ভারতীয় হকি দল