কঠিন লড়াইয়ের মুখোমুখি, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে ভারতের পিভি সিন্ধু
Friday, March 19 2021, 2:50 pm
Key Highlightsঅল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনালে শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে খেলতে নামছেন ভারতের পিভি সিন্ধু। প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনকে একপেশে ম্যাচে হারিয়ে কোয়ার্টারে ওঠেন সিন্ধু। আধঘন্টারও কম সময়ে ২১-৮, ২১-৮ ফলে লিনকে হারান সিন্ধু। ইয়ামাগুচিকে হারানো যে সহজ হবে না তা নিজেও জানেন অলিম্পিক পদকজয়ী সিন্ধু। প্রথমবারের জন্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্য নিয়ে নেমেছেন সিন্ধু। সিন্ধুর সম্ভবত সবথেকে বড় প্রতিদ্বন্ধী স্পেনের ক্যারোলিনা মারিন টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় তাঁর এই টুর্নামেন্ট জয় সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। যদিও সিন্ধু নিজে তা মানতে নারাজ।
- Related topics -
- খেলাধুলা
- পিভি সিন্ধু
- ইংল্যান্ড

